ট্যুরিস্ট ভিসায় ফ্রান্স ভ্রমন

ফ্রান্সে ঘুরতে যাবার জন্য আপনি ৯০ দিনের স্টিকার ভিসার আবেদন করতে পারবেন। ভিসা ফি মাত্র ৯০ ইউরো। আর ভিসা হতে মাত্র ২-৩ সপ্তাহের মতো সময় লাগে। ভিসা আবেদনের জন্য যেই ডকুমেন্ট সব থেকে গুরুত্ব্বপুর্ণ তা হলো আপনি ফ্রান্সের যেখানে আপনার সময় কাটাবেন সেখানের তথ্য, বুকিং কনফার্মেশন, আপনা

র ছয় মাসের ব্যাক্তিগত ব্যাংক স্টেটমেন্ট, ট্রাভেল ও হেলথ ইন্স্যুরেন্স। আপনি চাকুরিজীবি হলে চাকরি সংক্রান্ত কাগজপত্র এবং ব্যবসায়ী হলে বিজনেস লাইসেন্স, টিন সার্টিফিকেট এবং ব্যবসার ব্যাংক স্টেটমেন্ট।

ভিসা আবেদন ও ডকুমেন্ট জমা দেওয়ার জন্য আপনার অ্যাপয়েন্টমেন্ট এর প্রয়োজন হবে। অ্যাপয়েন্টমেন্ট যেদিন পাবেন সেদিন আপনাকে সকল ডকুমেন্ট নিয়ে যেতে হবে। ফ্রান্সের এম্বাসি আমেরিকান এম্বাসির পাশেই, নতুন বাজার এর এখানে। আবেদনপত্র এখানে জমা দিয়ে দুই-তিন সপ্তাহের মতো অপেক্ষা করতে হবে আপনাকে এবং ভিসা পাবার পর আপনি আপনার ফ্লাইট টিকেট ও একোমডেশন কনফার্ম করে নিবেন।

আপনার বাজেট কিরকম অথবা আপনি কেমন জায়গায় থাকতে চাচ্ছেন তা গুরুত্ব্বপুর্ণ এক্ষেত্রে। আপনি কোন হোটেল বা হোস্টেল থেকে বাছাই করতে পারেন। হোটেল বিভিন্ন দামের হয় এবং আপনি যদি পরিবার নিয়ে ভ্রমণ করেন তাহলে হোটেল আপনার জন্য সবচেয়ে ভালো হয়। তবে একা ভ্রমণ করলে আপনি হোস্টেল বাছাই করতে পারেন। এখানে খরচ কম হয়। প্রায় ৪ – ৫ গুন কম। এখানে আপনার অন্যজনের সাথে রুম শেয়ার করতে হবে। বুকিং ডট কম/ এগোডা ডট কম ওয়েবসাইট থেকে আপনি হোটেল বুক করতে পারবেন। সেন্টার থেকে দূরে থাকলে আরোও কম খরচে থাকা যায়।

প্যারিস নগরীর সাবওয়ে সিস্টেম অনেক উন্নত। আপনার শহরের যেকোন স্থান থেকে অন্য যেকোন স্থানে যাবার সবচেয়ে উপযোগী মাধ্যম হচ্ছে মেট্রো সাবওয়ে। ব্যস্ত নগরীর সাবওয়ে প্রায় প্রতি ৩ মিনিট পর পর ট্রেন পাওয়া যায়। কিছু স্টেশনে সময়ে ভিন্ন সময় হতে পারে। আপনি সাবওয়ে মেট্রোরেলের ব্যবহার যদি ফ্লাই করার আগে জেনে নেন আমি বলব তা আপনার জন্য অনেক সময় সাশ্রয়ী হবে। ট্রেনের সময় ও গন্তব্য অনুসরণ করার জন্য আপনি এই Bonjour RATP এ্যাপটি ব্যবহার করতে পারেন। এখানে কোন ট্রেন দেরী করলে সেই খবর ও পেয়ে যাবেন।

যেসকল স্থান আপনি ঘুরে আসবেন তার মধ্যে তো আইফেল টাওয়ার, লুভর মিউজিয়াম এবং আর্চ অফ ভিক্টোরি থাকছে।  শহরের বিভিন্ন অলি গলি ঘুরে নেবেন ভালো লাগবে। আইফেল টাওয়ার এর উপরে না ঊঠলেও লুভর মিউজিয়ামের কাছে নাগরদোলার মতো দেখতে ধীর গতির এই রাইডটি অবশ্যই চড়েন নেবেন একবার। পুরো শহর দেখা যায় এখানে থেকে। ইউরোপে উঁচু উঁচু দালান বানানো হয়না। এজন্য এইখানে থেকে দেখলে মনে হয় দিগন্ত বিস্তৃত এই নগরী। আর প্যরিসের এই নদীটির পাড়ে বসে সন্ধ্যার কিছুক্ষণ সময় কাটিয়ে নেবেন। সুন্দর স্মরণীয় এই মুহুর্তগুলো বন্দী করে রাখবেন ক্যমেরায়।

ঘুরাঘুরির মানসিকতা আপনাকে আপনার জগৎ সম্পর্কে অধিক ভালোবাসার সঞ্চার করবে। জ্ঞান অর্জনের অন্যতম একটি মাধ্যম হচ্ছে ভ্রমণ। আমরা ভ্রমণের জন্য বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি Globird Travel থেকে। ভ্রমণ প্রেমী মানুষদের জন্য কাজ করে থাকি। আপনার ফ্রান্সের ভিসার জন্য যদি কোন সহযোগিতার দরকার হয় Globird Travel এর সাথে যোগাযোগ করতে পারেন। দক্ষ ও অভিজ্ঞ টিম নিয়ে আমরা আছি আপনার পাশে।

আপনি জেনুইন ট্রাভেলার হলে আপনাকে ভিসা দিতে আগ্রহী ফ্রান্সের এম্বাসি। তারা চায় তাদের দেশে গিয়ে আপনি ঘুরে আসুন যা তাদের অর্থনীতিকে চাঙ্গা রাখে। আপনার ইন্টেনশন ট্রাভেল এর হলে আপনার জন্য পার্সোনালাইজড একটা ভিসা এপ্লিকেশনের কাভার লেটার প্রস্তুত করে দিতে পারবে Globird Travel এর দক্ষ টিম।

গ্লোবার্ড ট্রাভেল

We provide smooth visa processing service of USA, UK, Canada, Australia and European countries.

Copyright ©2024 || Smart Squirrels || All Rights Reserved

Crafted with ♥️ by SmartSquirrels